মায়ের গর্ভে যমজের বিরল ভালোবাসা

এবার যুক্তরাজ্যের এক মায়ের গর্ভে দুই যমজের বিরল ভালোবাসার নজির দেখা গেল। একে অপরকে আলিঙ্গন করে মৃত্যুকেই হটিয়ে দিল যমজ থিও ও রিভলিন।

তাদের এই আলিঙ্গন অবিশ্বাস্য ও জীবন রক্ষাকারী। ইনডিপেনডেন্ট জানায়, মায়ের গর্ভে তাদের বয়স যখন ১০ সপ্তাহ, তখন তাদের মা ৩০ বছর বয়সী ভিকি প্লরাইট চেকআপের জন্য ডাক্তারের কাছে যান।

পরে ডাক্তার তাকে সতর্ক করে জানান, গর্ভে তারা এমনভাবে অবস্থান করছে, যেখানে তাদের আমবি্লকাল কর্ড বা নাভির নাড়ি জড়িয়ে যেতে পারে। এমনটা ঘটলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে মারাও যেতে পারে তারা। ডাক্তারের এমন হুশিয়ারিতে ব্যাপক ভয় পেয়ে যান ভিকি।

কিন্তু ১২ সপ্তাহ পর এক চেকআপে সবকিছু বদলে যায়। তিনি দেখতে পান, দুই যমজ খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছে। তারা যেন একে অপরকে আলিঙ্গন করে ও হাত ধরে রয়েছে। এজন্যই তাদের নাভির নাড়ি জড়িয়ে যায়নি।

অবশেষে ৩২ সপ্তাহ পর সুস্থভাবে জন্ম নেয় এই দুই যমজ।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ