হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে মৃত্যু (ভিডিও)

রাস্তায় দিয়ে এতো বিশাল দেহের প্রাণীটি হেঁটে গেলো ছেলে-বুড়ো সবারই নজর কাড়বে এটাই স্বাভাবিক। হাতে থাকা স্মার্টফোন দিয়ে চট করে কয়েকটা ছবি তুলেও নিতে ইচ্ছে করবে সবার। আর সে ইচ্ছে পূরণ করতে গিয়েই লাশ হতে হলো একজনের।

শনিবার ভারতের ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলায় বিশাল আকারের বন্য হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে মারা গেছেন ৫৪ বছরের এক ব্যক্তি।

ওড়িশা’র রাজধানী কটকের বাসিন্দা হলেও আশোক ভারতী নামের ওই ব্যক্তি সুন্দরগঞ্জের একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন।

বন বিভাগের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এনডিটিভি জানায়, শনিবার স্থানীয় সময় দুপুরে সাড়ে ১২টার দিকে হাতিটি লোকালয়ে চলে আসার পর তারা চেষ্টা করছিলেন বনের দিকে হাতিটিকে নিয়ে যাবার।

হঠাৎ করে ওই ব্যক্তিটি হাতির কাছাকাছি এসে ছবি তুলতে থাকে। পরে সেলফি তুলার সময় হাতির আক্রমণে শিকার হন তিনি। এসময় পদদলিত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় ররকেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চলতি বছরের জুলাইয়ে কার্নাটাকা’র বানেরঘাট্টা বায়োলোজিক্যাল পার্কে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ৩০ বছরের এক যুবক। সেসময় সেলফি তুলতে গিয়ে পদদলিত হয়ে মারা যান তিনি।

বাংলাদেশ সময় : ১৩০২ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ