মদ্যপানে এগিয়ে মেয়েরা

আমেরিকা, ব্রিটেন, কানাডা, সুইডেন, ডেনমার্ক ও হাঙ্গেরির মতো দেশগুলোতে মেয়েদের মদ্যপানের পানের হার বেশি। এই দেশগুলিতে ছেলেদের আগেই মেয়েরা মদ খাওয়া শুরু করে দেয়। এসব দেশে অ্যালকোহল জাতীয় বিজ্ঞাপনগুলোও ছেলেদের তুলনায় মেয়েদের মাথায় রেখেই তৈরি হচ্ছে। যাতে তারা আরও বেশি করে মদ্যপানের প্রতি আকৃষ্ট হয়।

১২ থেকে ২৪ বছর বয়সী প্রায় চার লাখ মেয়ের ওপর চালানো এক সমীক্ষায় এ তথ্য ওঠে এসেছে। মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড.‌‌ হুই চেংয়ের নেতৃত্ব সমীক্ষাটি চালানো হয়। চেংয়ের মতে, সমাজে মেয়েদের মদ খাওয়াটাকে মেনে নেয়া এবং কম বয়সী মেয়েদের বেশি বয়সের ছেলেদের সঙ্গে মেলামেশার কারণেই এই পরিবর্তন।

সমীক্ষায় জানা যায়, কৈশোরের মাঝামাঝি সময় থেকেই মদ্যপান করতে শুরু করে দেয় বেশিরভাগ কিশোরী। এ দিকে কিশোররা সাধারণত মদ্যপান শুরু করে ১৯ বছরের পর থেকে। অথচ ২০১৫ সালেও এ চিত্র উল্টো ছিল। তখন ছেলেদের মধ্যেই মদ পানের হার ছিল বেশি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে