মাত্র ২২ সপ্তাহে জন্ম নিলো শিশু!

মাত্র ২২ সপ্তাহের ভ্রূণ থেকে জন্ম নিয়েছে ভারতের সবচেয়ে কনিষ্ঠ শিশু। ১২ মে শিশুটি যখন জন্মগ্রহণ করে, তখন তার ওজন ছিল ৬১০ গ্রাম। জন্মের সময় শিশুর মাথা ছিল ২২ সেন্টিমিটার চওড়া ও ৩২ সেন্টিমিটার লম্বা। শিশুটির নাম রাখা হয়েছে নির্বাণ। খবর: ২৪ঘণ্টা’র।

মুম্বাইয়ের ওই শিশুটিকে বলা হচ্ছে ‘মিরাকল বেবি’। জন্মের পর ফুসফুসে সমস্যা হওয়ায় ১৩২ দিন নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় নির্বাণকে। শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য চলে আপ্রাণ চেষ্টা। শেষমেশ যুদ্ধ জয় করেছেন চিকিত্সকরা। ১৪ জন চিকিত্সক ও ৫০ জন নার্সের একটি দল নির্বাণের চিকিত্সা করেন।

সময়ের অনেক আগেই জন্মগ্রহণ করলেও নির্বাণের মস্তিষ্কের গঠন স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিত্সকরা।

স্বাভাবিক রয়েছে দৃষ্টিশক্তি ও স্মরণ ক্ষমতা। সেই সঙ্গে ওই শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রেও কোনো শারীরিক সমস্যা নেই বলে জানিয়েছেন চিকিত্সকরা।

বাংলাদেশ সময় : ১২১৭ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ