দুর্গার জন্য ২০ কেজি স্বর্ণ

এবারের পূজায় দুর্গাকে ২০ কেজি স্বর্ণে সাজানো হয়েছে। আর সেই স্বর্ণ ব্যবহার করা হয়েছে দুর্গার শাড়ী তৈরিতে। সেই শাড়ি তৈরিতে কাজ করেছেন ৫০ কারিগর।

২০ কেজি স্বর্ণ দিয়ে দুর্গার জন্য এমন শাড়ি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অগ্নিমিত্রা পল। তিনিই এই শাড়ির নকশা করেছেন। পুরো শাড়ি তৈরিতে ছয় কোটি রুপি খরচ হয়েছে।

এই শাড়ি পরানো হবে পশ্চিমবঙ্গের লেবুতলার সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন পূজা উৎসবের ম-পের দুর্গাকে। শাড়িটির বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে ২০ কেজি স্বর্ণ।

পোশাক ডিজাইনার অগ্নিমিত্রা বলেন, শুধু দুর্গা প্রতিমার শাড়িই হচ্ছে সোনায়৷ এমনকী কোনও সোনার গয়নাও নয়৷ এই শাড়ির নকশাই হয়ে উঠবে অলঙ্কার৷ সেইমতো শাড়িতে ফুল-পাতা-কল্কা -ময়ূর প্রজাপতি দিয়ে ডিজাইন করেছি৷ গোটা শাড়িতে থাকছে ছিলে-কাটার কাজ।

ছয় কোটি রুপি মূল্যের শাড়ি পরিহিতা প্রতিমার নিরাপত্তায় থাকছে বিশেষ অটোম্যাটিক ইন্ট্যালিজেন্স সিকিউরিটি৷ চারদিক থেকে সিসিটিভি ঘিরে রাখবে ম-প৷ একটা নির্দিষ্ট দূরত্বের সামনে কেউ গেলেই, তাকে স্ক্যান করে ফেলবে এই টিভি৷লাল আলো জ্বলে উঠে, জানান দেবে অ্যালার্ম৷ যা বেজে উঠবে ম-পে এবং থানায়। আর বিসজর্নের সময়ে সোনার শাড়িটি খুলে নিয়ে প্রতিমা বিসর্জন করা হবে বলে জানালেন উদ্যোক্তা।

পূজার উদ্যোক্তা সজল ঘোষ বলেন, প্রায় আট ফুট লম্বা এই শাড়ি তৈরিতে ২০ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ছয় কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে