‘হাই সেক্সি, বলার অপরাধে জেল-জরিমানা

এক কলেজছাত্রী ‘হাই সেক্সি, হ্যালো সেক্সি’, বলার অপরাধে দুই যুবককে জেল ও জরিমানা করা হয়। রাতে মুদির দোকান থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন ক্লাস একাদশের ছাত্রী। তখনই দুই যুবক রাস্তার মাঝে দাঁড়িয়ে ওই ছাত্রীকে ‘হাই সেক্সি, হ্যালো সেক্সি’ বলে তাকে ডাকতে থাকে।

ভারতীয় দণ্ডবিধির ৩৪ নম্বর ধারা অনুযায়ী নারীর প্রতি অপ্রীতিকর এবং সম্মানহানিকর মন্তব্যের জন্য মুম্বাইয়ের আদালত ওই দুই অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা দেয়।

সাজা ঘোষণার আগে আদালত জানায়, নারীদের ওপর হওয়া এমন অপরাধকে শক্ত হাতে দমন করা উচিত এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থাও নিতে হবে।

মামলাকারীর কথা অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের মার্চ মাসে। মুদির দোকান থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন একাদশ শ্রেণীর ছাত্রী তখন রাত ৮টা বাজে।

রাস্তায় ওই ছাত্রীকে দেখেই অবিনাশ ভাবেকর (২৪) এবং রবি ভাবেকর নামে (২২) দুই যুবক ‘হাই সেক্সি, হ্যালো সেক্সি’ বলে তাকে ডাকতে থাকে। প্রথমবার কর্ণপাত করেননি অভিযোগকারী ছাত্রী। এর পর ছাত্রীর নাম ধরেও কটূক্তি করে ওই দুই যুবক। এই ঘটনা পুলিশকে জানায় মুম্বাইয়ের ওই অভিযোগকারী। যদিও ওই দুই অভিযুক্ত নিজেদের নির্দোষ দাবি করেছে। কিন্তু সব তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে।

মুম্বাই আদালতের এই রায়কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইন বিশেষজ্ঞ মহল। প্রগতিশীলদের অনেকেই মনে করছেন, এমন আইনি পদক্ষেপ নারীদের উপর হওয়া অপরাধের প্রবণতাকে কমিয়ে আনবে এবং একই সঙ্গে রাস্তাঘাটে নারীর নিরাপত্তাও সুনিশ্চিত হবে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে