স্যান্ডউইচ ‘চুরি’ অপরাধে এমপির পদত্যাগ!

স্যান্ডউইচ ‘চুরির’ জেরে পদত্যাগ করেছেন জাতীয় সংসদের একজন সদস্য (এমপি)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায়। পদত্যাগকারী স্লোভেনিয়ার জাতীয় সংসদের ওই এমপির নাম দারি ক্রাজিক (৫৪)। তিনি ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল মারিয়ান সারেজ লিস্টের (এলএমএস) নেতা।

জানা গেছে, দারি ক্রাজিক দেশটির রাজধানী লুব্লিয়ানার একটি সুপারশপে স্যান্ডউইচ খেয়ে তার দাম না দিয়েই চলে যান। বিষয়টিকে নৈতিকতার স্খলন হিসেবে দেখেছে তার দল।

এ বিষয়ে ক্রাজিক একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেন, তিনি বিল দেওয়ার জন্য সুপারশপটির কাউন্টারে তিন মিনিট ধরে অপেক্ষা করেছেন। কিন্তু কোনো কর্মীকে পাননি। অথচ সুপারশপে তখন তিনজন কর্মী ছিলেন। তারা নিজেদের মধ্যে গল্পে এতটাই মশগুল ছিলেন যে গ্রাহকের দিকে খেয়ালই করছিলেন না।

ক্রাজিকের ভাষ্যমতে, তার দিকে সুপারশপের কর্মীদের কোনো ভ্রুক্ষেপই ছিল না। তাই তিনি বিরক্ত হয়ে স্যান্ডউইচের দাম পরিশোধ না করেই চলে যান।