রোহিঙ্গা-স্থানীয়দের জন্য ৩৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্ব ব্যাংকের

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনগণের জন্য ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।

বুধবার (১ এপ্রিল) সংস্থাটির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের সদর দপ্তর এই অনুদান অনুমোদন করেছে। এটি কক্সবাজারের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তায় ব্যয় হবে।

এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের ঢাকায় নিযুক্ত আবাসিক প্রতিনিধি মার্সি টেন্ডন বলেন, কক্সবাজার এমনিতেই সমস্যা সংকুল দুর্যোগপ্রবণ এলাকা। রোহিঙ্গা নাগরিকদের কারণে সেখানে চাপ আরও বেড়েছে। তাই ওই এলাকা পানি, স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক সুরক্ষা, স্যানিটেশন ও সার্বিক উন্নয়নে এ অর্থ অনুদান হিসেবে দেওয়া হচ্ছে।