হাতে যেভাবে স্যানিটাইজার ব্যবহার করবেন

স্যানিটাইজার ব্যবহার করবেন যেভাবে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হাত পরিষ্কার রাখায়। আর হাত পরিষ্কারের জন্য সাবান-পানি ও স্যানিটাইজার ব্যবহার করতে হয়। সাবান-পানি দিয়ে হাত ধোয়ার নিয়ম তো আমরা জানি। কিন্তু স্যানিটাইজার কখন ব্যবহার করবেন? বাইরে বেরোলেই স্যানিটাইজার ব্যবহার করবেন।
জেনে নিন হ্যান্ড স্যানিটাইজার কীভাবে ব্যবহার করে হাত জীবাণুমুক্ত রাখবেন:

স্যানিটাইজার ব্যবহারের আগে হাত শুকিয়ে নেবেন
হাতের তালুতে আধা চা চামচ স্যানিটাইজার নিন
এবার দু’হাতের তালুতে ঘষুন
আঙুলের মধ্যে এবং উলটো পিঠে ঘষুন
দুই হাতের তালুতে ভালো করে ঘষুন
আঙুলের পেছনেও ঘষুন
স্যানিটাইজার ব্যবহারের পরে হাত ধোবেন না
শুকিয়ে গেলে আপনার হাত জীবাণুমুক্ত।

হ্যান্ড স্যানিটাইজার হাতের জীবানু ধ্বংস করে। তবে সবধরনের জীবানু ধ্বংসে হ্যান্ড স্যানিটাইজার যথেষ্ট নয়। এজন্য সাবান-পানিই যথেষ্ট। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন হাতের জীবানু প্রতিরোধে সাবান-পানি দিয়েই হাত পরিষ্কারের ওপর অধিকতর গুরুত্বারোপ করেছে।

Leave a Comment