পায়রা বন্দরের স্বার্থ বিসর্জন দিয়ে দেশে কিছু নয়ঃ খালিদ মাহমুদ

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ দেশের তৃতীয় সমুদ্রবন্দর পরিদর্শন শেষে স্থানীয় প্রেস ব্রিফিংয়ে বলেছেন, পায়রা বন্দরের স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশে কিছু হবে না।

প্রথম অগ্রাধিকার হচ্ছে পায়রা বন্দর; বাংলাদেশ। পায়রা বন্দরকে কেন্দ্র করে এখানে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হয়েছে, আরো হবে। নৌঘাঁটি নির্মাণ হয়েছে। পায়রা বন্দরের মাধ্যমে ৭৩টি জাহাজের পণ্য খালাস করে এর মধ্যে সরকার ১৭৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে। বাংলাদেশের অর্থনীতিতে পায়রা বন্দর ভূমিকা রাখছে।

এর আগে প্রতিমন্ত্রী পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে বৃক্ষ রোপণ করেন। এরপর তিনি বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।