একসঙ্গে যুদ্ধ করে পাকিস্তানিদের পরাজিত করেছি: কে এম শফিউল্লাহ

‘মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সি আর দত্তের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ করেছি। একসঙ্গে যুদ্ধ করে পাকিস্তানিদের পরাজিত করেছি। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সি আর দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেক্টর কমান্ডারস ফোরাম সভাপতি ও সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ।

কে এম শফিউল্লাহ বলেন, ‘সি আর দত্তের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ করেছি। একসঙ্গে যুদ্ধ করে পাকিস্তানিদের পরাজিত করেছি। অনেক স্মৃতি এখনো মনে পড়ে। জাতি দেশপ্রেমিক একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’

স্বাধীন দেশ পাওয়ার পেছনে মেজর জেনারেল (অব.) সি আর দত্তের অনেক ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই সেনাপ্রধান।