ঘাটারচর-কাঁচপুর রুটে প্রস্তাবিত ভাড়া ২ টাকা ২০ পয়সা

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাস রুট রেশনালাইজেশনের অধীনে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে প্রস্তাবিত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২০ পয়সা প্রতি কিলোমিটার।

আজ দুপুর সাড়ে ১২টায় নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৬তম সভা শেষে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।

মেয়র তাপস বলেন, ‘ঘাটারচর টু কাচপুরের ভাড়া বিআরটিএ নির্ধারণ করেছে। প্রস্তাবিত এ ভাড়ায় অবশ্যই মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। মালিকপক্ষ এবং যাত্রীদের সুবিধার্থে সবকিছু বিবেচনা করে এ রুটে ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এখানে সেবার মান উন্নত হবে। ’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে যেসব জায়গায় বাস-বে হবে, সে জায়গাগুলো নির্ধারণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে যেসব জায়গায় বাস-বে নির্মাণ করা হবে, আগামী এক মাসের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে দরপত্রের কার্যক্রম সম্পন্ন হবে এবং নির্মাণকাজ শুরু হবে। ’

মেয়র তাপস আরও বলেন, ‘প্রস্তাবিত রুটের জন্য একটি যৌথ মূলধনী চুক্তির খসরা আগামী সাতদিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। খসরা প্রণয়ন করা হলে, আমরা মালিকপক্ষের সঙ্গে বসে সেখানে যদি কোনো সংযোজন-বিয়োজন করতে হয়, সে বিষয়গুলো আমরা পর্যালোচনা করে পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের মাধ্যমে সমন্বয় করা হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা ভবিষ্যৎ কার্যক্রম নেবো। ’