করোনায় যুক্তরাষ্ট্রে ৫ লাখ মৃত্যু হৃদয়বিদারক মাইলফলক: মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ লাখ মানুষের মৃত্যুকে ‘হৃদয়বিদারক এক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিবিসি এ তথ্য জানায়।

বাইডেন বলেন, ‘জাতি হিসেবে আমরা এ নির্মম ভাগ্য মেনে নিতে পারি না। দুঃখের প্রতি অসাড় হয়ে ওঠা আমাদের প্রতিরোধ করতে হবে। ’

এরপর হোয়াইট হাউসের বাইরে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রেসিডেন্ট বাইডেন ও তার স্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ কোটি ৮১ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা বিশ্বে সর্বাধিক।

যুক্তরাষ্ট্রের সব নাগরিককে এক হয়ে কোভিড-১৯ মোকাবিলার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ‘আজ আমি সব আমেরিকানকে বলছি মনে রাখতে। মনে রাখুন আমরা যাদের হারিয়েছি, মনে রাখুন আমরা যাদের পেছনে ফেলে এসেছি। ’

বাইডেন বলেন, ‘আজ আমরা সত্যিই নির্মম, হৃদয়বিদারক এক মাইলফলক স্পর্শ করেছি— ৫ লাখ ৭১ মৃত্যু। ’

তিনি আরও বলেন, ‘আমরা প্রায়ই শুনি অনেক মানুষকে সাধারণ আমেরিকান হিসেবে বর্ণনা করতে। এমন কোনো কিছুই নেই, তাদের কিছুই সাধারণ ছিল না। আমরা যাদের হারিয়েছি, তারা অসাধারণ ছিলেন। তারা অনেক প্রজন্ম পার করেছেন। তারা আমেরিকায় জন্মেছিলেন, আমেরিকায় এসেছিলেন। তাদের অনেকেই শেষ নিশ্বাস একাকী ত্যাগ করেছেন। ’

এ সময় আগামী পাঁচদিন সব সরকারি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন বাইডেন।