তীব্র গরম সম্পর্কে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

পবিত্র রমজান মাসে তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী। গত দুইদিনে আবহাওয়ার চরম অবনতি হয়েছে। প্রচণ্ড তাপ প্রবাহে পুড়ছে দেশ এবং এ প্রবাহ মঙ্গলবারও (২৭ এপ্রিল) দেশের প্রতিটি বিভাগে অব্যাহত থাকবে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশের কোনো অঞ্চলে বৃষ্টির দেখা মেলেনি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

গতকাল সোমবার (২৬ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।