আজ খুব হালকা অনুভব করছি: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় শেষদিনের সংলাপে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, আজ খুব হালকা অনুভব করছি।

মঙ্গলবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সাবেক নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ অনুভূতি প্রকাশ করেন। আমন্ত্রিত বিশেষজ্ঞদের স্বাগত জানিয়ে সিইসি বলেন, ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকানোর সুযোগ হলো। এ সুযোগে আপনাদের স্বাগত, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নূরুল হুদা বলেন, প্রায় তিন মাস ধরে অনেক মূল্যবান কথা শুনেছি, অনেক ভারি ভারি কথা শুনেছি। আজ আপনাদের পেয়ে অনেকটা হালকা অনুভব করছি। সিইসি বলেন, আজ কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করছে- আজ কোনো কাজ নয়-সব ফেলে দিয়ে/ ছন্দ বন্ধ গ্রন্থ গীত-এসো তুমি প্রিয়ে/ আজন্ম-সাধন–ধন-সুন্দরী আমার কবিতা, কল্পনালতা।

তিনি আরও বলেন, আজ বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনতে চাই, পরামর্শ আকারে গ্রহণ করব। যত্ন সহকারে তা সংরক্ষণ করব, প্রয়োগ করব। আজ মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে নির্বাচন ভবনের সভাকক্ষে এ সংলাপ শুরু হয়।

এতে সাবেক সিইসিদের মধ্যে- বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, এ টি এম শামসুল হুদা; সাবেক নির্বাচন কমিশনারদের মধ্যে- মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ; সাবেক সচিবদের মধ্যে- আবদুল করিম, মনজুর হোসেন, হুমায়ুন কবীরসহ সাবেক স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার, পুলিশ ও মন্ত্রণালয়ের কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সুশীল সমাজ, গণমাধ্যমের প্রতিনিধি, ৪০টি নিবন্ধিত দল, পর্যবেক্ষক ও নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করেছে ইসি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২৪ অক্টোবর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি