মিরপুর ‘জঙ্গি আস্তানায়’ নিহত একজনের পরিচয় মিলল

রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায়’ অগ্নিদগ্ধ হয়ে নিহত সাত জনের মধ্যে মো. কামাল (২২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। সে জঙ্গি আবদুল্লাহ ফ্লাটে কবুতর লালন পালন করতেন। কামালের বাড়ি ভোলার ইলিশ্যার গ্রামে। তবে র‌্যাবের পক্ষ থেকে এখনও কামালের পরিচয় নিশ্চিত করা হয়নি। বৃহস্পতিবার সকালে কামালের বাবা আব্দুল মালেক ও মা নূরজাহান ওই বাড়ির সামনে বিলাপ করতে করতে এ কথা জানান।

তারা জানান, প্রায় ছয় মাস আগে আবদুল্লাহর কবুতর ফার্মে কামাল চাকরি নেয়। ঈদের দিনে কামালের সাথে তাদের কথা হয়। বেতনের টাকা নিয়ে কামালের বাড়িতে আসার কথা ছিল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকে।

তারা আরও জানান, মিরপুরে জঙ্গি আস্তানার খবর টিভিতে দেখার পর তারা ঢাকায় চলে আসে। তাদের ধারনা দগ্ধ হয়ে কামাল মারা গেছে। কামালের বাবা আব্দুল মালেক বলেন, প্রায় দুই মাস আগে কামাল বিয়ে করেছে। আবদুল্লাহ জঙ্গি কীনা তা আমার জানা নেই। তবে কামাল জঙ্গি নয়। আমার ছেলের লাশও দেখতে পেলাম না।
সোমবার রাতে টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্বিবিদ্যালয়ের ছাত্রসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে ফেলে র্যাতব। ওই আস্তানায় থাকা জঙ্গি আবদুল্লাহ র্যা বের আহ্বানে আত্মসমর্পণ করতে রাজি হয়েও শেষ পর্যন্ত মত পাল্টে ফেলে। শুধু তাই নয়, অভিযানের ঘেরাটোপে আটকে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে আস্তানার ভেতর থেকে পর পর চার দফায় ভারি বিস্ফোরণও ঘটায়। কেঁপে ওঠে পুরো এলাকা। থেমে থেমে শোনা যায় গুলির শব্দ। বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চমতলায় আগুন ধরে যায়।

বুধবার সকালে সেখানে অভিযান চালায় র‍্যাব। বিকেলে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা হয় অঙ্গার হয়ে যাওয়া সাতজনের দেহাবশেষ। দেহাবশেষ দেখে নারী-পুরুষ পার্থক্য করারও উপায় ছিল না। দেহাবশেষগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি