পদ্মায় আকস্মিক ভাঙনে ৩ লঞ্চডুবি, নিখোঁজ অর্ধশত

পদ্মা নদীতে আকস্মিক ভাঙন আর তীব্র স্রোতে শরীয়তপুরের নড়িয়ায় ৩টি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে । এ ঘটনায় অন্তত অর্ধশতজন নিখোঁজ রয়েছে বলে জনা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর ৫টার দিকে স্রোতের তোড়ে বিআইডব্লিউটিসি পন্টুনে নোঙর করা ওই ৩টি লঞ্চ ডুবে যায়, এ ঘটনায় লঞ্চের স্টাফ ও যাত্রী মিলিয়ে প্রায় অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নড়িয়ার হালইসার গ্রামের সরোয়ার, লোনসিং গ্রামের মোহাম্মদ আলী ও নুর ইসলাম নামে ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে নড়িয়ার চেয়ারম্যান ঘাট এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা এক সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এসময় সেখানে ৬টি লঞ্চ নোঙর করা ছিল। এর মধ্যে শরীয়তপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি মহানগর ও নড়িয়া-২ লঞ্চটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। পানির তোড়ে কাত হয়ে ভেসে যায় ঢাকা-শরীয়তপুর রুটের এমভি মৌচাক-২। এছাড়া সুরেশ্বর-২ লঞ্চটি ক্ষতিগ্রস্থ হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সুরেশ্বর-২ লঞ্চের কেবিন বয় সরোয়ার, পাচক নুর ইসলাম ও যাত্রী মোহাম্মদ আলীকে উদ্ধার করে মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া বলেন, ‘আমার চোখের সামনেই লঞ্চগুলো ডুবে যায়। ৩টি লঞ্চে ৫০/৬০ জন লোক ছিল।’

মৌচাক-২ লঞ্চের যাত্রী নড়িয়ার লোনসিং গ্রামের মোহাম্মদ আলী বলেন, ‘স্ত্রী, শাশুড়ি ও ৫ দিনের মেয়েকে নিয়ে তিনি ঢাকা থেকে এসেছেন। তিনি সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকিদের কোনও খবর নেই।’

অতিরিক্ত পুলিশ সুপার এহ্সান শাহ্ বলেন, নিখোঁজ হওয়া যাত্রীদের খোঁজে স্থানীয়ভাবে তল্লাশি চলছে। এছাড়া ভেসে যাওয়া লঞ্চগুলো কোথায় আছে জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম