Tuesday, April 16, 2024
Google search engine
HomePopularধর্ষণের পর নেওয়া হলো প্রাণ, ঈদ হলো না সিনথিয়ার

ধর্ষণের পর নেওয়া হলো প্রাণ, ঈদ হলো না সিনথিয়ার

ঈদ করা হলো না গাইবান্ধার ফুলছড়ির বাউসি গ্রামের সিনথিয়া আক্তারের। ঈদের একদিন আগে আট বছরের শিশু সিনথিয়ার মরদেহ মিলল বাড়ির পাশে পুকুরে। এ ঘটনায় গ্রামের সাইফুল ইসলামের ছেলে আহসান হাবীব সিজার (২২) ও ছায়দার হোসেনের ছেলে মাজেদুল ইসলাম কাল্টু মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ। ছোট্ট সিনথিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

সিনথিয়া আকতার (৮) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামের সেলিম মিয়ার মেয়ে এবং ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় সিনথিয়ার বাবা বাদী হয়ে শনিবার ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।

ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. ওসমান আলী জানান, বৃহস্পতিবার সকালে সিনথিয়া প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফিরে আসে। এরপর বাড়ির পাশে হোটেলে সকালের নাস্তা কিনতে গিয়ে আর বাড়ি ফেরেনি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও কোনো সন্ধান পায়নি। একদিন পর শুক্রবার বিকালে বাড়ির পাশের পুকুরের কচুরিপানার নীচে তার লাশ পাওয়া য়ায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

সিনথিয়ার দাদা গেলেন্দা শেখ বলেন, সিনথিয়ার জন্য ঈদের জামা-কাপড় আনা হলেও, তা আর পড়ার সুযোগ পেলো না।

নিহতের পরিবার সদস্যরা অভিযোগ করেছেন, ধর্ষণের পর শিশু সিনথিয়াকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় সিনথিয়ার বাবা সেলিম মিয়া ৩ জনকে আসামী করে ফুলছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সেলিম মিয়ার অভিযোগ ‘আটক দু’জন পুলিশ ও জনগণের সামনে ধর্ষণ এবং হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিছু মাতব্বর ও প্রভাবশালী ব্যক্তি।

তবে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ওসমান আলী ওই অভিযোগ অস্বীকার করে বলেন, দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের এখনো আটক দেখানো হয়নি। আসলে তারা এ ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো বলেন, শিশু সিনথিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে নাকি অন্যভাবে তার মৃত্যু হয়েছে- তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। ‘ তবে ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে শিশু সিনথিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments