ফের বিএসএফের হাতে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)- এর নির্যাতনে মো. সোহেল (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত যুবক পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী এলাকার মহসিন আলীর ছেলে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএসএম শাহ নেওয়াজ নিশাত।

জানা যায়, ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে মাস্টারবাড়ী সীমান্তে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের সদস্যরা সোহেলকে আটক করে। এরপর তাকে নির্যাতন করে সীমান্তে অচেতন ও আহত অবস্থায় ফেলে রেখে যায় বিএসএফ। সেখান থেকে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, সোহেলকে রাইফেলের বেয়নট দিয়ে বেধড়ক পেটানো হয়। এছাড়া বুট পরিহিত পা দিয়ে লাথির আঘাতসহ বিভিন্নভাবে তার ওপর শারীরিক নির্যাতন চালায় বিএএসফ।

বাংলাদেশ সময় : ১২৪৯ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ