জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিশেষ বরাদ্দে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে টাকার বিনিময়ে বিধবা ভাতা দেয়ার বিষয়টি তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোশারফ হোসেন।

জানা গেছে, অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ২০১৬-১৭ অর্থবছরের আদিতমারী উপজেলার বিশেষ বরাদ্দে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

উপজেলার মহিষখোচা ইউনিয়ন সমাজকর্মী আব্দুল ওহাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে অনেককে বিধবা ভাতার জন্য তালিকাভুক্ত করেন। যা থেকে বাদ যায়নি তার প্রতিবেশীরাও। এমনকি তিনি তার জীবিত চাচা তালেব উদ্দিনের স্ত্রী রাবেয়াকে বিধবা ভাতার জন্য মনোনীত করেন।

বিষয়টি তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করতে আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসে সশরীরে উপস্থিত হয়ে উল্লিখিত ভাতাভোগীর তালিকা পর্যবেক্ষণ করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

লালমনিরহাট জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোশারফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করতে সহকারী উপ-পরিচালক অনিলচন্দ্র বর্মণকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে