করোনা: নিউইয়র্কে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনায় চিকিৎসারত অবস্থায় নিউইয়র্কে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২২২ বাংলাদেশির প্রাণ গেল করোনাভাইরাসে।

হাসপাতালের বরাত দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার জানান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরীর ভাগিনা এবং ওজনপার্কে ফরবেল স্টিটের বাসিন্দা সৈয়দ রশিদ মুন্না (৪৪) জ্যামাইকায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কালিনজেরা গ্রামের সন্তান রশিদ মুন্না স্ত্রী, একপুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মৃত্যুবরণকারী অপর বাংলাদেশির নাম গৌরাঙ্গ বিশ্বাস (৪০)। লং আইল্যান্ড জুইশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জেএফকে এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলের কর্মচারী গৌরাঙ্গ। এদিকে, এদিন নিউইয়র্ক স্টেটে মারা গেছে ১৬৬ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১৯৫।

স্টেট গভর্নর এ্যান্ড্রু ক্যুমো নিয়মিত প্রেস ব্রিফিংকালে আরও জানান, হাসপাতালে রোগীর সংখ্যা ৬৯৪৬ হয়েছে। আগের দিন তা ছিল ৭০৬৩। এভাবেই আইসিইউতে যাবার সংখ্যা এবং নতুন রোগীর সংখ্যাও সন্তোষজনকভাবে কমেছে বলে উল্লেখ করেন স্টেট গভর্নর।

এদিকে জোন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা ৮৫১৯৭। আক্রান্তের মোট সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮। আরোগ্য লাভ করেছে ৩ লাখ ১০ হাজার ২৫৯ জন।