কানাডায় স্থায়ী শহীদ মিনার নির্মাণে সহযোগিতার আহবান

শেষ পর্যায়ে রয়েছে কানাডার টরন্টোতে স্থায়ী শহীদ মিনার নির্মাণের কাজ। ড্যানফোর্থস্থ ডেনটোনিয়া পার্কে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভ। আগামী ২১শে ফেব্রুয়ারি টরন্টো প্রবাসী বাংলাদেশিরা এতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

কিন্তু জানা যায়, শহীদ মিনারটি নির্মাণের ব্যয় পরিকল্পনার চেয়ে একটু বেশি হতে যাচ্ছে। কারণ সিটি অব টরন্টোর নির্দেশ অনুযায়ী ইউনিওনাইজড লেবার দিয়ে পুরো প্রকল্পের কাজ করতে হয়েছে। তাই কনস্ট্রাকশন কর্মীদের পেছনে খরচ বেড়েছে। দ্বিতীয়ত, কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে অনেকে যত অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার চেয়ে কম সহায়তা জমা পড়েছে। সব মিলিয়ে কিছুটা অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।

এ সংকট পূরণের জন্য সবার কাছে অনুদানের আহবান জানিয়েছে অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট (আইএমএলডি) ইনকরপোরেশন।