বাগমারায় বজ্রপাতে তিন জেলে নিহত

বাগমারায় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। বড় বিহানালি ইউনিয়নের একটি বিলে রবিবার সকালে মাছ মারতে যান কয়েকজন জেলে।

পরে দুপুর বজ্রপাতের শিকার হন তিন জেলে। এতে ঘটনাস্থলে এ তিন জেলে মারা যান।

নিহতরা হলেন বড়বিহানালি গ্রামের জালাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৪৫), সেকেন আলীর ছেলে খুরশেদ আলম (২৫) ও গফুরের ছেলে আবুল হোসেন (৩৫)।

স্থানীয়রা জানান, সকালে বড়বিহানালি ইউনিয়নের বিলসতি বিলে মাছ ঠেলা নৌকায় করে জাল নিয়ে মাছ ধরতে যান কয়েকজন জেলে। একটি নৌকায় ছিলেন ১০ জন জেলে। আরেকটিতে ছিলেন চারজন জেলে। তবে যেই নৌকায় চারজন জেলে ছিলেন, সেই নৌকাটি বজ্রপাতের শিকার হয়। এতে তিন জেলেই নৌকা থেকে পানিতে পড়ে যান। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি।

বাগমারার বড়বিহানালি ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন বলেন, \’ধারণা করা হচ্ছে ওই তিন জেলে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন। তাদের উদ্ধারের করতে ডুবরিদল আসছে।\’

বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ