নেইমারকে সরিয়ে ব্রাজিলের অধিনায়ক আলভেজ

ব্রাজিলে ১৪ জুন শুরু হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। স্বাগতিক ব্রাজিল সহ এরই মধ্যে দল ঘোষণা করছে দলগুলো। দল ঘোষণার সময় ব্রাজিল দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল নিয়মিত অধিনায়ক নেইমার জুনিয়রকে। সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতি দিয়ে জানায় এবারের কোপা আমেরিকায় নেইমার নন ৩৬ বছর বয়সী দানি আলভেজ ব্রাজিলকে নেতৃত্ব দেবেন।

দক্ষিণ আমেরিকার দশ দল আর এশিয়া থেকে অতিথি হিসেবে দুই দলকে নিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকার আসর। এর মধ্যেই সব দেশেই তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। প্যারিস সেইন্ট জার্মেইনের ২৭ বছর বয়সী নেইমারকে প্রথমে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ টিটে। তবে সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন ঘোষণা দেয় নেইমার নয় আলভেজই এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের অধিনায়কের ব্যান্ড পরবে।

শনিবার পিএসজি থেকে ব্রাজিল জাতীয় দলের সাথে যোগ দিয়েছে নেইমার। আর সেদিনই ব্রাজিল কোচ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ১৫ জুন বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা জয়ের মিশন শুরু করবে ব্রাজিল।

লেটেস্টবিডিনিউজ/এনপিবি