কোচ হতে চান ভারতের : গাঙ্গুলি

ভারতের কোচ হতে চান সৌরভ গাঙ্গুলি। তবে সেটা এখন নয়, কোনো এক সময় এই পদের জন্য তিনি লড়বেন। পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেছেন, অবশ্যই আমি (কোচ হতে) আগ্রহী। তবে এখন নয়। আর একটি পর্যায় অতিক্রম করতে দিন, এরপর আমি এই পদের জন্য লড়ব।

তিনি বলেন, বর্তমানে আইপিএল ও বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে বিভিন্ন দায়িত্ব পালন করছি। এটা শেষ করতে দিন। একটা পর্যায়ে আমি অবশ্যই নির্বাচনের জন্য নিজেকে উপস্থাপন করব। তাই আমি অবশ্যই আগ্রহী। তবে এখন নয়, ভবিষ্যতে।

কোচিং স্টাফ নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। রবী শাস্ত্রী, সঞ্জয় বাঙ্গার, ব্যারন অ্যারন, রামকৃষ্ণ শ্রীধরদের নাম সরাসরি থাকছে বাছাই তালিকায়। কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির মুখোমুখি হতে হবে কোচ হতে আগ্রহীদের।

রবী শাস্ত্রীর নেতৃত্বাধীন কোচিং টিমকে রাখা উচিত কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গাঙ্গুলি। বিষয়টিকে তিনি ছেড়ে দিতে চান বিসিসিআই এর দায়িত্বপ্রাপ্তদের উপর।

আগামী ১৪ ও ১৫ আগস্ট কোচ হতে আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণ করবে বিসিসিআই এর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা।

Scroll to Top