প্রাণঘাতী করোনায় আক্রান্ত বার্সার স্যামুয়েল উমতিতি

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার ফরাসি ফুটবলার স্যামুয়েল উমতিতি। স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা নিজস্ব ওয়েবসাইটে উমতিতির করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে। এর মাঝেই তারা বায়ার্ন মিউনিখের কাছ থেকে ৮ গোলের লজ্জা পেয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে।

এক বিবৃবিততে বার্সা জানায় , \’পিসিআর টেস্টের রিপোর্টে মূল দলের খেলোয়াড় স্যামুয়েল উমতিতি করোনা পজিটিভ হয়েছে। তবে তার মধ্যে কোনো উপসর্গ নেই এবং সুস্থ আছেন। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন উমতিতি।\’

উমতিতির করোনা পজিটিভ হওয়ায়, ক্লাবের সাথে সম্পৃক্ত সকলের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছে ক্লাব বার্সেলোনা। ক্লাব জানায় , \’এরই মধ্যে ক্লাবের পক্ষ থেকে উমতিতির করোনা পজিটিভের খবর জানিয়ে দেয়া হয়েছে। তার সংস্পর্শে আসা সকলকে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শও দেয়া হয়েছে।\’

বার্সেলোনার আগে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, ভ্যালেন্সিয়া এবং অ্যাথলেটিকো বিলবাওয়ের বিভিন্ন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছিল। বেশিরভাগ খেলোয়াড় সুস্থও হয়ে গেছেন।