নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ব্যাখ্যায় যা বললেন তাসকিন

কিউইদের বিপক্ষে এমন হারের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, আসলে ব্যাটসম্যানরা যদি ভালো পুঁজি এনেদিতে না পারে তাহলে ভালো করা বোলারদের জন্য খুবই কঠিন। যদি আমাদের রান ২৮০ থেকে ৩০০ হতো তাহলে ম্যাচের চেহারাই পালটে যেতে পারতো।

ম্যাচের পরে অফিসিয়াল সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, আমাদের প্রিপারেশন ভালো ছিলো তবে মাঠে সেগুরোকে আমরা কাজে লাগাতে পারিনি। তাই হয়তো রেজাল্ট এমন হলো। আমাদের আসলে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে।

তাসকিন আরও বলেন, এখনও ভালো করার সুযোগ আছে। কারণ, দুইটা ম্যাচ বাকি আছে এখনও। সিরিজ হাতছাড়া হয়নি। আমরা জানি, নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সাথে জেতা কঠিন তারপরও সেটা তো অসম্ভব নয়। আমার প্রত্যাশা থাকবে সামনের ম্যাচে আমরা ঠিকই ঘুরে দাঁড়াবো।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ক্র্যাইস্চার্সে টাইগাররা মাঠে নামবে আগামী ২৩ মার্চ। সেই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তাসকিন আহমেদ।