রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শিরোপা জিতলো ইন্ডিয়া লিজেন্ডস

শ্রীলঙ্কা লিজেন্ডসকে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শিরোপা জিতলো ইন্ডিয়া লিজেন্ডস। আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ইন্ডিয়া লিজেন্ডস ও শ্রীলঙ্কা লিজেন্ডস। এবারের আসরের ফাইনালে ওঠা এই দুই দল লীগ ম্যাচে ১টি করে ম্যাচ হেরেছে। ইন্ডিয়া হারে ইংল্যান্ডের কাছে আর শ্রীলঙ্কা হারে ইন্ডিয়ার কাছে।

গতকাল রবিবার ফাইনালের লড়াইয়ে টসে জিতে ইন্ডিয়া লিজেন্ডসকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা লিজেন্ডস। ব্যাট করতে নেমে শুরুতেই বিরেন্দ্র শেবাগ ফেরেন ১০ রান করে। এরপর বদ্রিনাথও ৭ রান করে ফেরেন সাজঘরে। তবে শচীন টেন্ডুলকারের ৩০ রানের ইনিংস শুরুর ধাক্কা সামলে ওঠে।

মাঝে ভারতীয় সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ৪১ বলে ৬০ ও ইউসুফ পাঠানের অপরাজিত ৬২ (৩৬) রানে ভর করে ৪ উইকেটে ১৮১ রান তোলে ইন্ডিয়া লিজেন্ডস। লঙ্কাদের হয়ে ১টি করে উইকেট নেন রঙ্গনা হেরাথ, সানাথ জয়সুরিয়া, পারভেজ মাহরুফ ও কাউশালে ওয়ারাত্নে।

ভারতের দেয়া রান তাড়া করতে নেমে লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান জ্বলে উঠতে পারেননি গোটা টুর্নামেন্টের মতো। ১৮ বলে ২১ রান করে ফিরলে বিপদে পড়ে দল। জয়সুরিয়া ৩৫ বলে ৪৩ করে দলকে এগিয়ে নেন অনেকটা। এর মাঝে চামারা সিলভা ২ ও উপুল থারাঙ্গা ফেরেন ১৩ রানে। চাপে পড়া দলকে টেনে তোলেন কাউশালে ওয়ারাত্নে। তার ১৫ বলে ৩৮ রানের ইনিংসে আবারও ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা লিজেন্ডস।

কাউশালের ফেরার পর একাই লড়ে যান চিন্তাকা জয়াসিং। শেষ ওভারে জিততে হলে লঙ্কানদের লাগে ২৪ রান। প্রথম বলে ছয় হাঁকিয়ে আশা জাগালেও বাকি পাঁচ বলে আসেনি কোনো ছয়। ওভারের পঞ্চম বলের মাথায় ৪০ রান করে রান আউট হয়ে যান চিন্তাকা জয়াসিং। তাতে ১৫ রানের জয় নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের চ্যাম্পিয়নের মুকুট পরে ইন্ডিয়া লিজেন্ডস। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ইউসুফ পাঠান, ইরফান পাঠান। ১টি করে উইকেট নেন মনপ্রিত গনি ও মুনাফ প্যাটেল।