প্রশ্ন শুনে সংবাদ সম্মেলন থেকে গ্যারেথ বেল রেগে বেরিয়ে গেলেন

ডেনমার্কের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অদ্ভুত এক কাণ্ড করেছেন গ্যারেথ বেল। ওয়েলস অধিনায়ক ম্যাচ শেষে সংবাদ সম্মেলন থেকে রেগে চলে যান। জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করায় ক্যামেরার সামনে থেকেই উঠে চলে যান তিনি। জিজ্ঞেস করা হয়েছিলো বেলকে, জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ এটিই কিনা। প্রশ্নটি শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি বেল।

অবশ্য আগেই মেজাজ হারিয়েছেন বেল। আর সেটি ম্যাচের রেফারিং নিয়ে। টটেনহাম তারকার মনে হয়েছে সমর্থকদের চিৎকারে প্রভাবিত হয়েছেন রেফারি। এমন বিতর্কিত কান্ডে কোচ রবার্ট পেজের সমর্থন পেয়েছেন বেল। পেজের মতে এটি ছিলো অবিবেচকের মত এক প্রশ্ন।

ক্যারিয়ারে যে আশার আলো দেখিয়েছিলেন গ্যারেথ বেল তা তিনি বেশি দিন ধরে রাখতে পারেননি। রিয়াল মাদ্রিদে ব্যর্থ হয়ে ফিরেছেন পুরনো দল টটেনহামে। সবশেষ দেশের জার্সিতে ইউরো কাপে ছিলেন নিজের ছায়া হয়ে।