পিএসএলে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার চুক্তিবদ্ধ ক্রিকেটাররা

পিএসএলে জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের এনওসি (অনাপত্তিপত্র) না দেবার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক আর বর্তমানে বোর্ড পরিচালকের দায়িত্বে থাকা গ্রায়েম স্মিথ বলছেন, আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া প্রতিযোগিতাকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। তাছাড়া মাথায় রাখা হয়েছে ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেট সূচি। ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর বাংলাদেশের বিপক্ষে মার্চেই দেশের মাটিতে সিরিজ খেলবে প্রোটিয়ারা। তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় ইমরান তাহির, মার্চেন্ট ডি ল্যাঙ্গে ও রাইলি রুশোদের পিএসএল খেলতে কোন বাধা নেই।

এ মাসের ২৭ তারিখ শুরু হওয়ার কথা রয়েছে পিএসএলের এবারের আসরের। এ আসরটিতে মোট ছয়টি দল ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটরস ও পেশোয়ার জালমি অংশগ্রহণ করবে।

Scroll to Top