আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে লিটন-মুমিনুলদের উন্নতি

কিউইদের মাটিতে ইতিহাস গড়া বাংলাদেশের ব্যাটার-বোলারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সিরিজের দ্বিতীয় টেস্টে হেরে গেলেও ক্রাইস্টচার্চে অসাধারণ খেলেছেন লিটন দাস। সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি হয়েছে ব্যাটারের।

এছাড়া র‍্যাংকিংয়ে এগিয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও ইবাদত হোসেনও। দুই ম্যাচের সিরিজে ১৯৬ রান করে লিটন ব্যাটসম্যানদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫তম স্থানে। ৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে অধিনায়ক মুমিনুল। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৮৮ রানের দারুণ ইনিংস খেলেন মুমিনুল, সিরিজে তাঁর সংগ্রহ ১৩৮ রান। শান্ত ২১ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে এসেছেন।

এদিকে, সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় এনে দেন পেসার এবাদত হোসেন। সিরিজে ৯ উইকেট নিয়ে বোলিং র‍্যাংকিংয়ের ৮৮তম স্থানে তিনি। তাঁর উন্নতি হয়েছে ১৭ ধাপ। উল্লেখ্য যে, ব্যাটিং ও বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন দুই অস্ট্রেলিয়ান। বোলিংয়ে শীর্ষে প্যাট কামিন্স, ব্যাটিংয়ে মার্নাস লাবুশানে।

Scroll to Top