ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল হক

ব্যাটিংয়ের খারাপ সময় কাটিয়ে মুমিনুল হক নিজেকে নতুন করে গড়তে চান। এরই প্রেক্ষিতে বাংলাদেশ দলের এই টেস্ট অধিনায়ক ছেড়ে দিলেন অধিনায়কত্ব। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বৈঠক শেষে মুমিনুল নিজেই সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন।

মুমিনুলের অধীনে ১৭ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, ড্র হয়েছে দুই টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তিনিই ছিলেন টাইগারদের দলপতি। মুমিনুলের জায়গায় সাকিব আল হাসানকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে শেষ ম্যাচে হারের পর থেকেই অধিনায়কত্ব বদলের গুঞ্জন শুরু হয়েছিল। আজ দুপুর থেকেই শোনা যায়, মুমিনুলের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে সাকিবকে বেছে নিতে চায় বোর্ড। তবে মুমিনুল যদি অধিনায়কত্ব চালিয়ে নিতে চান, তাহলে কোনো বদল আনা হবে না।

আনুষ্ঠানিকভাবে সেই আলোচনার সবশেষ অবস্থাই মুমিনুল জানিয়ে গেলেন। দুপুর থেকেই গুলশানে বিসিবি সভাপতির বাসভবনের সামনে সংবাদমাধ্যমের উন্মুখ অপেক্ষা ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসতে বাসায় প্রবেশ করেন মুমিনুল হক। খানিক পর বেরিয়েই জানান অধিনায়কত্ব ছাড়ার কথা।

ব্যাটিংয়ে অফফর্মের কারণেই যে দায়িত্ব ছেড়েছেন তা জানিয়ে মুমিনুল বলেন, ‘আমি বলেছি যে অধিনায়ক হিসেবে আমি দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহূর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিত। আমি বলে আসছি, এখন উনারা (বোর্ড) কী সিদ্ধান্ত নেন উনাদের ব্যাপার।’

তিনি আরও যোগ করেন, ‘আপাতত আমি চাচ্ছি ব্যাটিংয়ে মনোযোগ দিতে, আমার জন্য ভালো। যখন আপনি ভালো খেলবেন, দল খারাপ করলেও অনুপ্রেরণা দিতে পারবেন। আমিও ভালো খেলতে পারছি না দলও ভালো করছে না। এই সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন।’