১২ বছর পর চেন্নাইয়ের ফের টানা চার হার

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজা স্থলাভিষিক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনির। কিন্তু তার নেতৃত্বে একের পর এক ম্যাচ হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস।

গত শুক্রবার মুম্বাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮ উইকেট হেরেছে জাদেজার দল। আইপিএলের পঞ্চদশ আসরে এখন পর্যন্ত এক ম্যাচও জেতেনি চেন্নাই। টানা চার ম্যাচে হারল গত আসরের চ্যাম্পিয়নরা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো টানা চার ম্যাচে হারল চেন্নাই। এর আগে ২০১০ সালে টানা চার হার দেখতে হয়েছিল তাদের। তবে সেবার ধোনির নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জেতে চেন্নাই।

হায়দরাবাদের বিপক্ষ টসে হেরে ব্যাটিংয়ে নেমে মঈন আলীর ৪৮ রানের ‍সুবাদে ৭ উইকেটে ১৫৪ রান করে সিএসকে। জবাবে ওপেনার অভিষেক শর্মার ফিফটিতে ১৪ বল হাতে রেখে ২ উইকেটে ১৫৫ রান করে কেন উইলিয়ামসনের দল। ৫০ বলে ৫ চার ও ৩ ছয়ে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অভিষেক।

চলতি আইপিএল তালিকায় এখন পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে না পারা চেন্নাই আছে ৯ম স্থানে। তাদের নিচে কেবল মুম্বাই ইন্ডিয়ানস। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে হায়দরাবাদ।

Scroll to Top