যেভাবে মোবাইল ফোন করোনামুক্ত রাখবেন

মানবজীবনে অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। এটি ছাড়া যেন দৈনন্দিন জীবন ভাবাই যায় না। অন্যদিকে বিশ্বজুড়ে এখন আতঙ্ক করোনা ভাইরাস, কাঁপছে বাংলাদেশও। জানা গেছে, মানুষের নিত্যদিনের সঙ্গী মোবাইলেও ছড়াতে পারে প্রাণঘাতী এ ভাইরাস।

গবেষকরা জানিয়েছেন, যে কোনো রকম ধাতু, কাচ, প্লাস্টিকে করোনা ভাইরাস ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কীভাবে সুরক্ষিত রাখবেন মোবাইল ফোনটি

১, ফোন ধরার আগে এবং পরে হাত ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন।

২, প্রথমত ফোন সুইচ অফ করে ব্যাক কভার খুলে রাখুন।

৩, অথবা বারবার স্যানিটাইজার ব্যবহার করুন।

৪, অপনার ফোনে স্ক্রিন গার্ড আছে কিনা সেটা নিশ্চিত করুন।

৫, মোবাইল ফোন পরিষ্কারের জন্য স্পিরিট মাইক্রোফাইবার কাপড়ে দিয়ে পরিষ্কার করুন।

৬, ইয়ারবাড দিয়ে চার্জিং পোর্ট ও পেছনের স্পিকার ভালো করে পরিষ্কার করতে হবে।

৭, প্লাস্টিক এবং সিলিকনের ব্যাককভার ফোনে থাকলে সেটি খুলে নিয়ে গরম পানিতে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন।

৮, মোবাইলের স্ক্রিনই নয় মোবাইলের বাইরের পেছনের দিকটিও একইভাবে পরিষ্কার করতে হবে।

৯, কথা বলার জন্য যতটা সম্ভব ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করুন

ফোন এবং কভার পরিষ্কার হয়ে গেলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর মোবাইল ফোনের সুইচ অন করুন।