বেশ কয়েকটি নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সর্বাধিক জনপ্রিয় মেসেজিং এপ ও ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পরিষেবা । প্রায় ২ বিলিয়ন ব্যাবহারকারী রয়েছে এই এপস-টির যা বর্তমানকালের সমধর্মী অন্য কোনো এপস-এর থেকে বেশী।

জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ আনতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন ফিচার। এর অন্যতম হলো ‘এনিমেটেড স্টিকার প্যাক’। অ্যানড্রয়েড অ্যাপ ছাড়াও আইওএস অ্যাপে পাওয়া যাবে ফিচারটি। ৩.৪ মেগাবাইট আকারের ফিচারটির নাম ‘বেবি শার্ক অ্যান্ড সার্চ’।

স্টিকার প্যাক ছাড়াও থাকবে ‘স্টিকার সার্চ’ নামের আরও এক ফিচার। এটির সাহায্যে পছন্দমতো স্টিকার বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কোনো কোনো ব্যবহারকারীর কাছে এই স্টিকার বেছে নেয়ার অপশন দিয়েছে হোয়াটসঅ্যাপ।

এছাড়া ‘ইন-অ্যাপ সাপোর্ট’ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের অফিশিয়াল সাপোর্ট টিমের সঙ্গে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।