জরিমানার মুখে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার

নিষিদ্ধ কনটেন্ট না সরানোয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে ১ লাখ ১৬ হাজার ৮০০ ডলার জরিমানা করেছেন রাশিয়ার একটি আদালত। গত মাসে রাশিয়ার অভ্যন্তরে টুইটারের গতি কমিয়ে দিয়েছিল মস্কো।

সেই সঙ্গে গত ১৬ মার্চ শিশুদের পর্নোগ্রাফি এবং মাদকের অপব্যবহার-সংক্রান্ত কিছু কনটেন্টের কারণে আমেরিকার এ সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও প্রদান করা হয়। কিন্তু এ ব্যাপারে টুইটারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি।

উল্লেখ্য, এর আগে গত মাসে প্রতিষ্ঠানটি বাক-স্বাধীনতার বিষয়ে রাশিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে। সেই সঙ্গে তাদের প্লাটফর্মে অসামাজিক ও আইনবহির্ভূত কোনো বিষয়ের প্রচারণার সুযোগ প্রদানের বিষয়টি অস্বীকার করে।