ফোনজুড়ে ডিসপ্লে ও চারটি ক্যামেরা!

হুয়াউই ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ অনার। এ বছরের প্রথমদিকে অনার ৮ প্রো আনার পর চমক লাগিয়ে দিয়েছে তারা। গোটা ফোন জুড়ে রয়েছে ডিসপ্লে।

তবে নতুন এই ফোনের স্ক্রিনটাই একমাত্র আকর্ষণীয় বিষয় নয়। এটাতে সংযুক্ত করা হয়েছে ৪টি ক্যামেরা। বুঝতেই পারছেন ছবি তোলার ক্ষেত্রে অনেক ফোনের চেয়ে সেরা ছবি এ ফোনেই উঠবে।

এতে ৫.৯ ইঞ্চি পর্দা দেওয়া হয়েছে। ফ্রেমের প্রায় পুরোটাই পর্দা। এর ধাতব এয়ারপিস, সেন্সর আর সামনের ক্যামেরা ওপরের দিকে ডানপাশে বসানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসানো আছে পেছনে। পর্দার চারদিক কিছুটা কার্ভ করা। এই ফোনের ফুল বডি মেটালের তৈরি বলে পেছনটা একটু পিচ্ছিল। ১৮:৯ অনুপাতের এফএইচডি পর্দা এর।

সামনে দুটো এবং পেছনে দুটো ক্যামেরা পাবেন। পেছনে ১৬ মেগাপিক্সেল সেন্সরের দুটো এবং পেছনে ১৩ মেগাপিক্সেলের দুটো সেন্সর।

সামনের ক্যামেরার জন্য হালকা ফ্ল্যাশও দেওয়া হয়েছে। পেছনের ক্যামেরায় একটি কড়া ফ্ল্যাশ রয়েছে। হুয়াউই কিরিন ৬৫৯ এসওসি আছে। রয়েছে ৪ জিবি র‌্যাম। ইন্টারনাল পাওয়া যাবে ৬৪ জিবি স্টোরেজ। সিম কার্ড রাখার স্লটটি হাইব্রিড। অর্থাৎ, এর দ্বিতীয় সিম স্লটটি চাইলে মাইক্রোএসডি কার্ডের স্লট অ্যান্ড্রয়েড নুগেট অপারেটিং সিস্টেম নিয়ে এসেছে ফোনটি। ‘নাকল জেসচার’ এর ব্যবস্থা রাখা হয়েছে।
তবে এর দাম কত পড়বে এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল