১৩ মেগাপিক্সেলের সেলফি ফোন আনছে অপো

সেলফিকে আরও প্রাণবন্ত করতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশে নিয়ে আসছে আকর্ষণীয় ডিজাইন এবং উচ্চতর সেলফি প্রযুক্তির নতুন ফোন ‘এ ৭১’।

আগামী ৩০ আগস্ট অপোর সকল অফলাইন স্টোরে পাওয়া যাবে ফোনটি। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯০ টাকা। মিডিয়া ইন্টেলিজেন্স ৬ এর মিডিয়া ম্যানেজার সরাবন সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অপোর এই নতুন ফোনে রয়েছে অক্টাকোর সিপিইউ, ৩ গিগাবাইট র‌্যাম এবং ৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

এর ফ্রন্ট ক্যামেরায় থাকছে বিউটিফাই ৪.০। জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করে রাখতে রয়েছে পেছনের বিশেষ ক্যামেরা।

সরাবন সাগর আরএ জানান, নতুন এ ফোনটির স্লিম মেটালিক বডি ফোনটিকে করছে আরও আকর্ষণীয়। গোল্ড ও কালো এ দুটি রঙে ফোনটি পাওয়া যাবে। ফোনটির তিনটি দিক তুলে ধরেন তিনি।

এতে রয়েছে ৫.২ ইঞ্চির স্ক্রিন। ৫ মেগা-পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফিকে করছে আরও প্রাকৃতিক। কম আলোতেও ভালো ছবি তুলতে সক্ষম এই ফোনের সামনের ক্যামেরায়।

১৩ মেগা-পিক্সেলের পেছনের ক্যামেরায় রয়েছে মাল্টি-ফ্রেম ডিনয়েজিং প্রযুক্তি।

এ বিষয়ে অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেডের নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘মধ্যমমানের ফোনের বাজারে এই ফোনটি আমাদের গ্রাহকদের জন্য এটি একটি আনন্দের খবর। আমরা বিশ্বাস করি, এই ফোনটির চমকপ্রদ ফিচার এবং উন্নত সেলফি প্রযুক্তি ফোনটিকে গ্রাহকদের মনে জায়গা করে নেবে’।

বাংলাদেশ সময় : ১৯২৮ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ