যে ৭টি হট স্মার্টফোনের দাম কমেছে

ভারতের বাজারে এই স্মার্টফোনগুলোর দাম কমার ঘোষণা এসেছে। তাহলে বাংলাদেশের বাজারেও নিশ্চয়ই দাম কমেছে। আসুন জেনে নেওয়া যাক কোন কম্পানিগুলো তাদের কোন স্মার্টফোনের দাম কত কমিয়েছে।

১. স্যামসাং গ্যালাক্সি এস ৮+
৬গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজযুক্ত এই ফোনটি ভারতের বাজারে আসে গত জুনে। সেসময় এই স্মার্টফোনটির দাম রাখা হয় ৭৪,৯০০ টাকা (ভারতীয় মুদ্রায়)। সম্প্রতি এর দাম ৯,০৯০ টাকা কমে ৬৫,৯০০ টাকা হয়েছে। সেই হিসেবে বাংলাদেশের বাজারেও স্মার্টফোনটির দাম ১১ থেকে ১২ হাজার টাকা কমার কথা।

২. এলজি ভি ২০
গত ডিসেম্বরে ভারতের বাজারে এই স্মার্টফোনটির বিক্রি শুরু হয় ৫৪,৯৯৯ টাকায়। সম্প্রতি ফোনটির দাম কমেছে ২৫,০০০ টাকা। এর দাম এখন ২৯,৯৯৯ টাকা।

৩. ভিভো ভি ৫ প্লাস
ছয় মাস আগে ফোনটি বিক্রি শুরু হয়েছিল ২৭,৯৮০ টাকায়।
সম্প্রতি ৪,০০০ টাকা কমে এটি এখন বিক্রি হচ্ছে ২২,৯৯০ টাকায়।

৪. স্যামসাং গ্যালাক্সি এ৭ (২০১৭)
শুরুতে এর দাম ছিল ৩৩,৪৯০ টাকা। সম্প্রতি ৭,৫৯০ টাকা কমে স্মার্টফোনটির দাম ২৫,৯০০ টাকা হয়েছে।

৫. নুবিয়া জেড১১
গত ডিসেম্বরে ২৯,৯৯৯ টাকায় বিক্রি শুরু হয় জেডটিই-র এই স্মার্টফোন। সম্প্রতি এর দাম ৪,০০০ টাকা কমে ২৫,৯৯৯ টাকা হয়েছে।

৬. স্যামসাং গ্যালাক্সি এ৫ (২০১৭)
এর সুচনা মূল্য ছিল ২৮,৯০০ টাকা। সম্প্রতি ৬ হাজার টাকা কমে এর দাম হয়েছে ২২,৯০০ টাকা।

৭. নুবিয়া জেড১৭ মিনি
শুরুতে এর দাম ছিল ২১,৮৯৯ টাকা। সম্প্রতি ৩ হাজার টাকা কমে ১৮,৮৯৯ টাকা হয়েছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে