ইন্টারনেটের জনক আর নেই

 ইন্টারনেটের অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস মারা গেছেন। গত ২৬ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আর মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

গত শতাব্দীর ষাটের দশকে মার্কিন অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (আরপা)-এর একটি অংশের দায়িত্বে ছিলেন লরেন্স রবার্টস। এসময় আরপানেট নামের একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরির কাজ করেন তিনি। বর্তমানে বিশ্বব্যাপী যে ইন্টারনেট ব্যবহার করা হয়, তার মূলে রয়েছে রবার্টসের আরপানেট।

রবার্টসের বাবা-মা দুজনেই ছিলেন রসায়নবিদ। কিন্তু তিনি ইলেকট্রনিকস বিষয়েই বেশি আগ্রহী ছিলেন। ইন্টারনেটের চার জনকের মধ্যে একজন ধরা হয় রবার্টসকে। ল্যারি রবার্টস নামেই বেশি পরিচিত ছিলেন তিনি।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top