সবাইকে চমকে দিলেন ওবামা

কানাডায় অনুষ্ঠেয় ইনভিক্টাস প্রতিযোগিতার শেষ দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারির সঙ্গে অংশ নিয়ে চমকে দেন সবাইকে।

এসময় বারাক ওবামা এবং প্রিন্স হ্যারি যুক্তরাষ্ট্রের হুইলচেয়ার বাস্কেটবল দলের সব কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। তারপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনও ফ্রান্সের বিরুদ্ধে জয় উপভোগ করেন।

গত সপ্তাহে খেলার উদ্ভোধনী দিনে মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পও প্রিন্স হ্যারির সঙ্গে অংশ নেন। এসময় প্রথমবারের মতো তার প্রেমিকা মেগান মার্কেল জনসম্মুখে আসেন।

এর আগে বারাক ওবামা ২০১৫ সালে প্রিন্স হ্যারির সাথে যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করেন। ২০১৬ সালের এপ্রিলে কেনসিংটন প্যালেসে তারা এক নৈশভোজে মিলিত হন।

সেনাবাহিনীতে সেবা দেওয়া আহত,অসুস্থ্য ব্যক্তিদের শারিরীক ও মনস্তাত্বিক পুনর্বাসনে প্রিন্স হ্যারি ২০১৪ সালে ইনভিক্টাস গেমস ( লাতিন শব্দ,যার অর্থ অপরাজিত) চালু করেন। প্রিন্স হ্যারি সেনাবাহিনীতে ১০ বছর কাজ করেন।

কানাডায় সপ্তাহব্যাপী এ খেলায় ১৭টি দেশের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ