মহামারী করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত কেড়ে নিলো ২৭ হাজার প্রাণ

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ। শনিবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

করোনাভাইরাসে ১৯৯টি দেশ ও অঞ্চলে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ ২০ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছয় লাখের কাছাকাছি পৌঁছে। এরমধ্যে, সর্বোচ্চ এক লাখ চার হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রের অধিবাসী।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে ইতালিতে একদিনে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার জন। মারা গেছেন ১৭ শ জন। এ ছাড়া স্পেনেও একদিনে ৭৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে ইতোমধ্যে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪ জন। আর মারা গেছেন ৩ হাজার২৯৫ জন।

আইএমএফ-এর প্রধান জানিয়েছেন, বিশ্ব আবার অর্থনৈতিক মন্দায় ভুগতে চলেছে। আফ্রিকার প্রধান বিসনেজ পাওয়ার হাউস হল সাউথ আফ্রিকা। কিন্তু সেখানেও এখন লকডাউন হতে চলেছে কারণ করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। স্পেনের ৪ হাজার ৮৫৮ জনের মধ্যে একদিনেই মারা গিয়েছেন ৭৬৯ জন। যা ইতালির একদিনের মৃতের সংখ্যার থেকেও গড়ে বেশি। যদিও বিশেষঙ্গরা বলছেন এটা আরও বাড়বে কয়েকদিনে। তবে রিজিওনাল অথরিটিসরা বলছেন এটা এখনই শেষ হওয়ার নয়। নতুন আক্রান্তের সংখ্যাও যদিও এখন কমছে বলে দাবি স্পেনের।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। যথাক্রমে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং প্রায় ৬ লক্ষ করোনা আক্রান্ত ধরা পড়ে ১৯৯টি দেশে। যা সত্যিই ভয়ের। এই রোগের চিকিৎসা করতে গিয়ে ডাক্তারদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে। এদিকে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আত্মরক্ষামূলক সরঞ্জামের সংকট মৃত্যুর হার বাড়াবে বলে আশংকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা চিকিৎসায় অনুমোদনহীন ওষুধ ব্যবহার না করার জোর তাগিদ দিয়েছে সংস্থাটি।