বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৭ লক্ষাধিক, মৃত্যু ৩৭৮১৫

নভেল করোনা ভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ৩৭ হাজার ৮১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৭ লাখ ৮৫ হাজার ৭৭৭ জন। প্রতিক্ষণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথমে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু ৩ হাজার ১৬৫ জনের।

প্রাণঘাতী করোনায় ইতালির অবস্থা ভয়াবহ। দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৫৯১ জন। আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। ইতিমধ্যে আক্রান্তের দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেছে স্পেন। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৯৫৬ জন । মৃত্যু হয়েছে ৭ হাজার ৭১৬ জনের।

করোনার সর্বপ্রথম আবির্ভাব স্থল চীনে ইতিমধ্যে এই ভাইরাসের প্রকোপ কমে এসেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫১৮ জন। মারা গেছে ৩ হাজার ৩০৫ জন।

এছাড়া এই ভাইরাসে ফ্রান্স, ইরান, জার্মানিতে ইতিমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই আইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের প্রায় ১৯৯ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।