যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আতঙ্কের নাম নভেল করোনাভাইরাস

গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় এ বার নতুন আতঙ্কের নাম নভেল করোনাভাইরাস! ইতিমধ্যেই এই দেশে করোনায় আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবারের এই মৃত্যুই সিরিয়ায় এখনও পর্যন্ত হওয়া একমাত্র করোনা-মৃত্যু। আক্রান্তের সংখ্যা ঠিক কত, সে বিষয়ে নির্দিষ্ট করে তারা কিছু জানাতে চায়নি।

ওয়াকিবহাল মহলের মতে ,গৃহযুদ্ধের জেরে সিরিয়া অন্দরেই কম করে ৬০ লাখ মানুষ ঘরছাড়া। অধিকাংশই হয় আশ্রয়হীন, নয়তো কোনওমতে ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। ছোট জায়গায় গাদাগাদি করে কোনও মতে বেঁচে রয়েছে মানুষগুলি। এই অবস্থায় করোনার প্রকোপ দেখা দিলে যে কী ভয়ানক পরিণতি হবে তা ভেবেই শিউরে উঠছেন বিশেষজ্ঞরা।

কিছুটা একই অবস্থা লেবাননেরও। সেখানে অবশ্য ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন পাঁচশোর কাছাকাছি।