বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে

বিশ্বজুড়ে ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭০ হাজার ৮৭২ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার দাঁড়িয়েছে ১৩ লাখ ৩০ হাজার ৪৯২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৭ হাজার ৭০৭ জনে।

প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৬৫৩ এবং মারা গেছেন ১০ হাজার ৫১৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৩০৮ জন।

এদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ১৬ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৪৭। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে এটাই সবচেয়ে কম মৃত্যু।

অপরদিকে করোনায় স্পেনে মোট ১ লাখ ৩৫ হাজার ৩২ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ হাজার ১৬৯ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৫৩৭ জন।

উল্লেখ্য, ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশে উহান শহর থেকে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। দেশটিতে ৮২ হাজারের অধিক মানুষ আক্রান্ত হন এবং মারা যান ৩ হাজার ৩৩৫ জন।