জার্মানিতে লকডাউন প্রত্যাহার হচ্ছে: অ্যাঞ্জেলা মার্কেল

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউন শিগগিরই ধীরে ধীরে শিথিল করা হবে বলে জানিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এছাড়া করোনার বিস্তার ঠেকাতে জার্মানিতে সামাজিক দূরত্ব মেনে চলার সময় আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার জার্মানির ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

আগামী সপ্তাহে সর্বোচ্চ ৮০০ বর্গমিটার আকারের জায়গা নিয়ে থাকা দোকানগুলো খুলতে পারবেন দোকানিরা। প্রাইমারি স্কুলের সব শিক্ষার্থী ও উচ্চবিদ্যালয়ের শেষ ধাপের শিক্ষার্থীরা ৪ মে থেকে স্কুলে যেতে পারবে। পাশপাশি জার্মানিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সকল ধরণের গণ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

জার্মানির পাবলিক হেলত ইনস্টিটিউট আজ বুধবার জানিয়েছে, মঙ্গলবার একদিনে ২৮৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃ্ত্যুর রেক্ড। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৫৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জার্মানিতে মোট আক্রান্ত ১ লাখ ২৭ হাজার ৫৮৪।