নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলাঃ হামলাকারীর রায়ে যা বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি করে ৫১ মুসল্লিকে হত্যার ঘটনায় ব্রেন্টন ট্যারেন্টকে যাবজ্জীবন সাজার রায়কে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেছেন, ১৫ মার্চের (হামলার দিন) সেই মানসিক যন্ত্রণা, কষ্ট, আঘাত সহজেই মিইয়ে যাবে না।

কিন্তু আমি আশা করি, আজই শেষ মুহূর্ত যে মুহূর্ত থেকে আমাদের আর এ হামলার পেছনে থাকা সন্ত্রাসীর নাম উচ্চারণ করতে হবে না বা শুনতে হবে না। তাকে (হামলাকারী) সারাজীবন আড়ালে এবং সম্পূর্ণ নিরবে রেখে দেওয়ার মতো কাজ সে করেছে।

আজ বৃহস্পতিবার হামলাকারী অস্ট্রেলিয়ান ব্রেন্টন ট্যারেন্টকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নিউজিল্যান্ডের আদালত। সাজার রায়ে এই ঘৃণ্য অপরাধীর জন্য কোনো প্যারোলের সুযোগ রাখা হয়নি।

দেশটিতে এই প্রথমবারের মতো কোনো অপরাধীকে এমন শাস্তি দেয়া হয়েছে। গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর হামলা চালান ব্রেন্টন ট্যারেন্ট। আরও একটি মসজিদে হামলা চালানোর পরিকল্পনা ছিল ব্রেন্টনের।