ভারতের ব্যস্ত রাস্তায় সাঁটানো হলো ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ছবি! (ভিডিও সহ)

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছে নিজ দেশের নাগরিকসহ বিশ্বের মুসলিম দেশগুলো। শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দিলেও খোদ ম্যাক্রোঁর বিরুদ্ধে জাতিগত ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছেন ফরাসিরা।

এদিকে, ভারতের মুম্বাইয়ের একটি ব্যস্ত রাস্তায় সেঁটে দেওয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্টের অসংখ্য ছবি। এর উপর দিয়ে চলছে যানবাহন। মাড়িয়ে যাচ্ছেন পথচারীরাও।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ মুম্বাইয়ের জে জে ফ্লাইওভারের নিচে মোহাম্মদ আলী রোড এবং ভেন্ডি বাজার এলাকায় ফরাসি প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্টার রাস্তায় সাঁটা হয়েছিল বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। পুলিশের ধারণা ধর্মীয় বিতর্কের জেরে ইমানুয়েল ম্যাক্রোঁর ছবি রাস্তায় সেঁটে দেওয়া হয়েছে। পরে পুলিশ পোস্টারগুলো সরিয়ে নেয়।

মুম্বাই পুলিশের মুখপাত্র এস চৈতন্য জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি।

ভিডিও দেখতে ক্লিক করুন