আইনি প্রক্রিয়া এগিয়ে নিলে ভোটেও এগিয়ে যাবো: ডোনাল্ড ট্রাম্প

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রাথমিক ফলাফলে এগিয়ে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ী হতে যাচ্ছেন ভেবে নির্বাচনের রাতে জমজমাট পার্টিও দিয়েছিলেন তিনি।

কিন্তু রাত পার না হতেই পুরো ভোটের চিত্রই পাল্টে গেছে। আজ শনিবার (০৭ নভেম্বর) পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। পেনসিলভেনিয়া, জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যেও এগিয়ে বাইডেন।

কিন্তু বাইডেনের এই জয় জয়কার মেনে নিতে পারছেন না ট্রাম্প। এরইমধ্যে তিনি একাধিক মামলা করেছেন। আজ শনিবার সকালে টুইটারে তিনি লিখেছেন, নির্বাচনের রাতে আমি অনেক বড় ব্যবধানে এগিয়ে ছিলাম। কিন্তু যত দিন গড়াচ্ছে সেটা আশ্চর্যজনকভাবে গায়েব হয়ে যাচ্ছে। আমাদের আইনি প্রক্রিয়া আরও এগিয়ে নিলে বোধ হয় আমরা আবারও ভোটের ফলাফলে এগিয়ে যেতে পারবো!

বাইডেনকে হুমকি দিয়ে তিনি বলেছেন, বাইডেনের ভুলভাবে নিজেকে প্রেসিডেন্ট দাবি করা উচিত নয়। আমিও এমন দাবি করতে পারি। আইনি প্রক্রিয়া তো মাত্র শুরু!