মার্কিন নির্বাচনঃ হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জেতার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। ঝুলে থাকা রাজ্যগুলিতে ভোট গণনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন। এরইমধ্যে হোয়াইট হাউজের শীর্ষ এক কর্মকর্তা পদত্যাগ করেছেন। তার নাম জ্যা’রন স্মিথ। ইন্ডিপেনডেন্ট, ব্লুমবার্গ, মেইল অনলাইনসহ বেশ কিছু সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জ্যা’রন ট্রাম্পের সর্বোচ্চ পদধারী কৃষ্ণাঙ্গ উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর থেকেই তিনি ট্রাম্প প্রশাসনে আরবান অ্যাফেয়ার্স ও রেভিটালাইজেশনের পরিচালক পদে ছিলেন। ২০১৯ সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে তিনি ট্রাম্পের স্বরাষ্ট্র নীতি বিষয়ক উপসহকারী হন। সেসময় থেকে তিনি হোয়াইট হাউজের জ্যৈষ্ঠ উপদেষ্টা ও ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে কাজ করেছেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, জ্যা’রনের চলে যাওয়া আগে থেকে নির্ধারিত ছিল। তার সঙ্গে নির্বাচনের ফলাফলের সম্পর্ক নেই।